খেলা ডেস্ক: ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার (২৪জুন) রাতে এ জয় পায় লিভারপুল। জুর্গেন ক্লপের দল তিন দশক পর লিগ শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল ।
বুধবার রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমনাত্মক ছিল মোহাম্মদ সালাহ-সাদিও মানেরা। ২৩ মিনিটে অ্যালেকজ্যান্ডার আর্নল্ড দারুণ বাঁকানো ফ্রি-কিকে এগিয়ে যায় স্বগতিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটের মধ্যেই ফাবিয়ানোর জোরালো শটে লিভারপুলের স্কোরলাইন ৩-০ হয়। ৬৯ মিনিটে সাদিও মানের গোলে বড় জয় পায় লিভারপুল। দিনের অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে বোর্নমাউথের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে উলভারহ্যাম্পটন।
৩১ ম্যাচ শেষ ৮৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অলরেডরা। একম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।