পেশাদার ক্রিকেট এখনো রয়েছে মাঠের বাইরে। কারণ ইংল্যান্ডে মহামারি করোনাভাইরাসের সংকট এখনো কাটেনি। তারপরও টেনিস ও গলফ খেলার ছাড়পত্র দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। আর তাই দেশের প্রধানমন্ত্রীর ওপর চটেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
শুরুতে সব খেলা স্থগিত রেখেছিল ব্রিটিশ সরকার। অন্যান্য দেশের মতো ব্রিটেনেও কিছু খেলা মাঠে ফেরানোর ছাড়পত্র দেয়া হয়েছে। সেদিক থেকে অপেশাদার ক্রিকেটকে দেয়া হয়নি এ সুযোগ। তাই এ সেক্টরে সুবিচার করা হয়নি বলেই মনে করছেন বর্তমানের ধারাভাষ্যকার ও বিশ্লেষক ভন।
এক টুইটে ভন লিখেছেন, ‘হাত জীবাণুমুক্ত রাখার তরল সব ক্রিকেটারের পকেটে। প্রতিবার বল করার আগে হাতটা জীবাণুমুক্ত করতে হবে। খুব সহজ ব্যাপার। বিনোদনমূলক ক্রিকেট ৪ জুলাই থেকে খেলা উচিত। এটা না ফেরানোটা নির্বোধের মতো কাজ’।
এর আগে ব্রিটেনের সংসদে পানশালা ও রেঁস্তোরায় করোনাভাইরাস আইন শিথিল করার কথা বলেন তিনি। সেই প্রসঙ্গে উঠে এসেছিল ক্রিকেটও, ‘ক্রিকেটকে আরো ভালো করে কোভিড-১৯ মুক্ত রাখতে কাজ করছি আমরা। কিন্তু এটার বিধিনিষেধ এখনো পাল্টানো সম্ভব হয়নি’।