ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের উপর ভোটাভুটিতে হেরে আমেরিকা এবার তেহরানের বিরুদ্ধে ১৫ সদস্যের এই সংস্থায় অভিযোগ করতে যাচ্ছে। পার্সটুডে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে, আমেরিকা নিরাপত্তা পরিষদের কাছে নালিশ দেবে যে, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে মেনে চলছে না ইরান। আমেরিকা নিজেই যেখানে এই সমঝোতা থেকে ২০১৮ সালে বেরিয়ে গেছে সেখানে অত্যন্ত হাস্যকরভাবে ইরানের বিরুদ্ধে পরমাণু সমঝোতা না মানার অভিযোগ তুলতে যাচ্ছে।

জাতিসংঘের কয়েকটি সূত্র জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামীকাল (বৃহস্পতিবার) নিউইয়র্ক যাবেন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করে ইরানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করবেন। অভিযোগপত্রে তিনি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি জানাবেন বলে সূত্রগুলো জানিয়েছে।

সূত্রগুলো বলছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়া খুব সহজ হবে না কারণ রাশিয়া, চীন এবং নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো আমেরিকার এই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করবে। এসব দেশ বলছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকায এখন পরমাণু সমঝোতার কোনো পক্ষ নয় এবং তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না।

আমেরিকা ইরানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার পর নিরাপত্তা পরিষদ ৩০ দিনের মধ্যে নতুন প্রস্তাব পাস করে ইরানকে নিষেধাজ্ঞা মুক্ত করবে অথবা স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে।

এর আগে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য আমেরিকার তোলা একটি প্রস্তাব প্রায় সর্বসম্মতভাবে প্রত্যাখ্যাত হয়েছে। আগামী অক্টোবর মাসে ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা।