রাজধানীর উত্তরায় বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বেলা ১১টার দিকে দক্ষিণখান মোল্লারটেকসংলগ্ন এলাকায় অবস্থিত ‘ভার্সেটাল গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনেও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। অন্যদিকে নারায়ণগঞ্জেও হয়েছে বিক্ষোভ।
শ্রমিকরা উত্তরার আজমপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। শ্রমিকরা বেতন-ভাতা ও পুনঃনিয়োগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ না করেই ১২০০ শ্রমিকের মধ্যে ৩০০ জনকে ছাঁটাই করা হয়েছে। তাই বাধ্য হয়ে ছাঁটাইকৃতদের পুনঃনিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছি।
ডিএমপির উত্তরা জোনের এসি শচীন মৌলিক বলেন, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টা ধরে ২০০ থেকে আড়াইশ শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। পরে শ্রমিকদের দাবির ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে- এমন আশ্বাস পেয়ে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন