এবারের বিপিএলে দল না পাওয়া বাংলাদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম ছিল মোসাদ্দেক হোসেন সৈকত। এক সময়ের জাতীয় দলের নিয়মিত মুখ এখন যেন আর সুযোগই পান না। এবারের বিপিএলের ড্রাফটে মোসাদ্দেককে কেনার আগ্রহও দেখায়নি কোনো দল। তবে চলমান আসরের মাঝপথেই তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

জানা গেছে, আসিফ হাসান চোটে পড়ায় তার পরিবর্তে মোসাদ্দেককে দলে নিয়েছে ঢাকা। মোসাদ্দেক বিপিএলের ২০১৬-১৭ মৌসুম থেকে নিয়মিতই খেলেছেন। এবার তার শুরুতে দল না পাওয়া দেশের ক্রিকেট মহলে অনেকটাই অপ্রত্যাশিত ছিল।

গত আগস্টে পাকিস্তানে বাংলাদেশ ‌‘এ’ দলের সিরিজে খেলেছিলেন এই অলরাউন্ডার। বিপিএলের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিত হওয়া জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতেও খেলতে দেখা গেছে তাকে। এরমধ্যে কোয়ালিফায়ার ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে রাখেন ভূমিকা।

বিপিএলে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর। এ ছাড়া মিডল অর্ডারে তার ব্যাটিংও জুতসই এসব আসরে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। ২১০৮ রান ও ৬৪ উইকেট আছে তার।