বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঢাকার ধামরাইয়ে প্রাণ গেল দুই কলেজছাত্রের। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় রোববার (১৬আগস্ট) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (১৮) ও একই গ্রামের সাগর আলীর ছেলে সজিব হোসেন (১৮)। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিল। তারা দুজনই কলেজছাত্র এবং বন্ধু।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ধামরাইয়ের হাতকোড়া গ্রামের দুই বন্ধু সকালে মোটরসাইকেলযোগে কালামপুর রওনা দেয়। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর গ্রাফিক্রা টেক্রাটাইল কারখানার সামনে পৌঁছালে ওভারটেক করার সময় পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হন।