বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় বিদেশী পিস্তলসহ ছাব্বির হোসেন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০:১৫ মিনিটের দিকে শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ছাব্বির বগুড়া শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার ইউনুস আলী ইন্নুর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ছাব্বিরকে ১টি বিদেশি পিস্তলসহ ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।