আন্তর্জাতিক ডেস্ক: ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারক সংস্থাগুলো বিরুদ্ধে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পর থেকেই সোচ্চার হোন মানুষ। আর তাই ত্বক ফর্সাকারী ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি বিতর্কের কেন্দ্রে ছিল । ফেয়ার অ্যান্ড লাভলি এবার বিতর্ক এড়াতে তাদের নাম বদলে ফেলল। বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে ইউনিলিভারের ভারতীয় শাখা হিন্দুস্তান ইউনিলিভার।
বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার একটি বিবৃতিতে জানিয়েছে, ফেয়ার অ্যান্ড লাভলির নাম বদলে রাখা হয়েছে ‘গ্লো অ্যান্ড লাভলি’। একইসঙ্গে পুরুষদের জন্য ব্র্যান্ডটির নতুন নাম ‘গ্লো অ্যান্ড হ্যান্ডসাম’ করা হয়েছে।
আরো সার্বজনীন ও ইতিবাচক সৌন্দর্যের লক্ষ্যে ব্র্যান্ডকে এগিয়ে নিতে সম্প্রতি ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ ব্র্যান্ডের নাম থেকে ‘ফেয়ার’ শব্দটি সরিয়ে ফেলার ঘোষণা দেয় ইউনিলিভার। পণ্যটির নতুন এই নামকরণ তারই বাস্তব প্রতিফলন।
আমেরিকায় পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মারা যাবার পর থেকেই সারা বিশ্বের বহু মানুষ প্রতিবাদের সুর তুলেছেন। বর্ণবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বহু মানুষ।