ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই নারীর ৯ বছর বয়সি ছেলে।

হায়দরাবাদে সিনেমার হলে বাইরে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। এতে দুঃখপ্রকাশ করেছেন আল্লু অর্জুন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, নিহত নারীর পরিবারের পাশে দাঁড়াবেন।

আল্লু অর্জুন বলেন, ‘সন্ধ্যা থিয়েটারের ঘটনায় মর্মাহত আমি। এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। আমি কথা দিচ্ছি, আপনারা একা নন। এই যন্ত্রণা আপনাদের একার যন্ত্রণা নয়। আমি ব্যক্তিগতভাবে দেখা করব সেই পরিবারের সঙ্গে। এই কঠিন সময়ে আমি পাশে আছি, তাদেরকে সকল ধরণের সহযোগিতা করার জন্য।’

আহত শিশুর চিকিৎসার সব খরচও বহন করবেন উল্লেখ করে তিনি বলেন, ‘ছবির সকলেই এই ঘটনায় মর্মাহত। নিহতের পরিবারের নিরাপত্তার কথা ভেবেই তাদের পাশে দাঁড়াতে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেরদিন বুধবার রাতের বেলা হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা নামক থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়।

সেখানে সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন ও মিউজিক ডিরেক্টর দেভি শ্রী প্রসাদ। তাকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এতে পদপিষ্ট হন অনেকেই। মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক নারী ভক্তের। আহত হয় তার ৯ বছর বয়সী ছেলে।