রাজধানীর বিভিন্ন সড়কে রাত থেকে টানা বৃষ্টির পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। দুপুরের দিকে কিছু জায়গায় পানি কমে গেলেও যানজট দেখা গেছে। কর্মজীবী মানুষের জলাবদ্ধতা আর যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে ।

রাতভর টানা বৃষ্টির পর সোমবার (২০জুলাই) ভোরে পানিতে সয়লাব হয়ে যায় রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক। হাঁটুপানিতে থইথই করতে থাকে চারদিক। তীব্র জলাবদ্ধতায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে কোথাও কোথাও দেখা দেয় তীব্র যানজট।

রাজধানীর অনেক সড়কেই পানি মাড়িয়ে যানবাহন চলতে দেখা যায়। কোথাও কোথাও পানিতে যানবাহন বিকল হয়ে যায়। ধানমন্ডি ২৭ ও সংসদ ভবনের সামনের এলাকায় পানি জমে আসাদগেটে তীব্র যানজট সৃষ্টি হয়। সকালে সড়কে নেমে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। অনেকেই বৃষ্টিতে ভিজে, পানি মাড়িয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

বর্ষা মৌসুম রাজধানীবাসীর জন্য এক আতঙ্ক। সামান্য বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা জলাবদ্ধ থাকে রাজধানীর অনেক সড়ক। এবারও একই চিত্র দেখা গেল।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৬ টা পর্যন্ত দেশে সবোর্চ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ১৯৫ মিলিমিটার। আর সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ঢাকাতেই বৃষ্টিপাত হয়েছে ৬৩ মিলিমিটার।