জেলার কিছু চিত্তাকর্ষক স্থানঃ

  • বখতিডয়ার খান মসজিদ, কচুয়া।
  • বড়স্টেশন মোলহেড নদীর মোহনা, (চাঁদপুর সদর)
  • জেলা প্রশাসকের বাংলোলয় অবস্থিত অতি দুর্লভ জাতের নাগলিঙ্গম গাছ।
  • চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক ইলিশ চত্বর , চাঁদপুর সদর ।
  • প্রাচীন নিদর্শনাদি ও প্রতœসম্পদ এলাকা।
  • মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের স্মারক।
  • অঙ্গীকার স্মৃতিসৌধ।
  • রক্তধারা স্মৃতিসৌধ।
  • ওনুয়া স্মৃতি ভাস্কর্য।
  • শহীদ রাজু ভাস্কর্য।
  • ইলিশ চত্বর।
  • শপথ চত্বর
  • চাঁদপুর চিড়িয়াখানা, সাচার।
  • মৎস্য জাদুঘর, চাঁদপুর।
  • সরকারী বোটানিকাল গার্ডেন,চাঁদপুর।
  • সরকারী শিশু পার্ক।
  • রাগৈ মুঘল আমলের ৩ গম্বু মসজিদ।
  • হাজীগঞ্জ বড় মসজিদ। (৬ষ্ঠ বৃহত্তম)
  • হযরত শাহরাস্তি (রঃ) এর মাজার শরীফ।
  • নাওড়া মঠ।
  • মঠখোলার মঠ (বর্তমানে অস্তিত্ব নেই)
  • পর্তুগীজ দুর্গ, সাহেবগঞ্জ।
  • মতলব উত্তরে মোহনপুরে মেঘনা নদীর তীর।
  • মনসা মুড়া,কচুডয়া উপজেলাডয় অবস্হিত।
  • সাচার রথ, কচুয়া উপজেলার একটি প্রাচীন রথ।
  • সাহাপুর রাজবাড়ি।
  • মেঘনা-পদ্মার চর।
  • ফাইভ স্টার পার্ক।
  • গুরুর চর।
  • রূপসা জমিদার বাড়ি।
  • কড়ৈতলী জমিদার বাডি।
  • চৌধুরী বাড়ি।
  • বোয়ালিয়া জমিদার বাড়ি।
  • বলাখাল জমিদার বাড়ি।
  • বড়ল জমিদার বাড়ি (ভাগ্যিতা বাড়ি
  • লোহাগড় মঠ।
  • তুলাতুলী মঠ।
  • রামচন্দ্রপুর বড় পাটওয়ারী বাড়ি (ডাকাতিডয়া নদী সংলগ্ন অপূব সৌন্দর্যময় স্থান) বাগদী ইউনিডয়ন,চাঁদপুর ।