বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। এ নিয়ে ঢাবি কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে, সে প্রশ্ন উঠছে এখন।

অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও এ ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত পৌঁছেনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান বলেন, বিষয়টা আমাদের জন্য বিব্রতকর। মহামারি করোনা ভাইরাসের সময়ে এ রকম অভিযোগ কাম্য নয়।

‘আমরা বিষয়টি আপনাদের মাধ্যমে আনঅফিসিয়ালি জেনেছি। যেহেতু এ নিয়ে মামলা হয়েছে, আমরা মামলার কাগজপত্রগুলো বিবেচনা করব। যেখানে মাস্ক সরবরাহ করা হয়েছে, সেটিও আমাদের পার্শ্ববর্তী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও এ বিষয়ে যোগাযোগ রাখছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে। ’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, আমি বিষয়টা অবহিত হয়েছি। আগামীকাল (রোববার, ২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক উপায়ে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শারমিন জাহান মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন এ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়েরই প্রশাসনে যোগ দিয়েছিলেন। বর্তমানে প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত।

নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জের গোহালকান্দার বাসিন্দা শারমিন ছাত্রজীবনে ঢাবির বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন। আওয়ামী লীগের গত কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যও ছিলেন। এর আগের কমিটিতে একই উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন তিনি।

এদিকে, গ্রেফতার আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (২৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) আদালত এ আদেশ দেন।

আসামি শারমিন জাহানকে আদালতে হাজির করে তিনদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আদালত উভয়পক্ষের শুনানি নিয়ে এ আদেশ দেন। এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে শারমিনকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিএসএমএমইউয়ের প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই মাস্কের কারণে কোভিড-১৯ সম্মুখযোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে।