ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের একটি প্রতিনিধি দল প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব তৈরির উদ্দেশ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) সিঙ্গাপুরে অবস্থিত গুগল এশিয়া প্যাসিফিকের সদর দপ্তরে গুগল ও ইউটিউব এর সঙ্গে পৃথক দুটি বৈঠকে যোগদান করে।

প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গুগল নিউজ ইনিশিয়েটিভ টিমের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন গুগল নিউজ পার্টনারশিপ প্রকল্পের প্রতিনিধি আদিল ফারহান, জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের প্রধান ড. আফতাব হোসেন ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান।

দুই পক্ষের এই আলোচনায় গুগল নিউজের পার্টনারশিপ প্রকল্পের সঙ্গে সেমিনার, ইন্টার্নশিপ এবং মাস্টারক্লাস আয়োজনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেএমসি প্রতিনিধিদল উল্লেখ করেন, তাদের বিভাগ ইতোমধ্যে পাঠ্যসূচিতে গুগলের সুনির্দিষ্ট এআই টুলস এবং ডিজিটাল সাংবাদিকতা সংশ্লিষ্ট গুগলের নানান রিসোর্স যুক্ত করেছে। যাতে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারের নিশ্চিত করতে পারে।

এই প্রসঙ্গে জেএমসি বিভাগের প্রধান ড. আফতাব হোসেন বলেন, ‘গণমাধ্যম ও প্রযুক্তির এই সন্ধিক্ষণে। গুগল নিউজ ইনিশিয়েটিভের সঙ্গে আমাদের সহযোগিতা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের কোর্স কারিকুলামে এআই টুলের একীকরণ এটাই প্রমাণ করে যে, আমরা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে বদ্ধপরিকর।’

জেএমসি প্রতিনিধিদল ইউটিউবের সঙ্গে আরেকটি বৈঠক করে। এই বৈঠকে গুগল এশিয়ার প্যাসিফিক হেড কোয়ার্টার এর ইউটিউব স্ট্র্যাটেজিক পার্টনারশীপের প্রতিনিধি আবু সালেহ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য ইনকিউবেশন প্রকল্প, কমিউনিটি গাইডলাইনস এবং ডিজিটাল সুরক্ষা এর রিসোর্সগুলোকে মাঠ পর্যায়ে পৌঁছে দিতে একটি যৌথ সহযোগিতামূলক উদ্যোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

গুগলের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আদিল ফারহান বলেন, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার এই ধরনের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সাংবাদিকতায় তথ্য যাচাই ও এআই টুলস এর মতো বিষয়গুলোতে সচেতনতা বাড়ানোয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জেএমসি-এর সঙ্গে গুগলের যৌথ উদ্যোগ একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করছি।