পাকিস্তান ক্রিকেট শিবিরে এলো দুঃসংবাদ। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে এমন দুঃসংবাদ পাকিস্তানের জন্য আক্ষেপের কারণ। দেশটির অধিনায়ক ও দলের সেরা ব্যাটসম্যান বাবর আজম আঙুলের চোটে ছিটকে গেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবরের না খেলার কথা নিশ্চিত করেছে ।
এক বিবৃতিতে পিসিবি জানায়, অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান বাবর আজম। এরপর তাকে কুইন্সটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করার পর জানা যায়, বাবরের আঙুলে চিড় ধরা পড়েছে।
আঙুলে চিড় ধরার কারণে বাবর অন্তত দুই সপ্তাহের মতো অনুশীলন করতে পারবেন না। তাই বাবরের পরিবর্তে সহ-অধিনায়ক শাদাব খান দলেকে নেতৃত্ব দেয়ার কথা জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। যদিও শাদাব নিজেই ইনজুরিতে।
কুঁচকির চোটে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। সেই চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি পুরোপুরি। তাই শঙ্কা রয়েছে কিউইদের বিপক্ষেও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলা নিয়ে।
বাবর আজম কিংবা শাদাব খানই নয়, চোটে পড়েছেন ইমাম-উল-হকও। অনুশীলনের সময় ইমামের আঙুল ভেঙে যাওয়ায় তাকেও ১২ দিনের বিশ্রামে দেওয়া হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর অকল্যান্ডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ২০ ও ২২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় শেষ ম্যাচটি।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলি, হারিস রউফ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা খান, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির ও ওয়াহাব রিয়াজ।