বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে নেই । গত বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল। তার আগেই জাতীয় দলের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন তামিম।

গুঞ্জন রয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও লাল-সবুজের জার্সি গায়ে তুলতে পারেন সাবেক এই এই টাইগার অধিনায়ক। তবে তিনি নিজে তো এ নিয়ে কোনো মন্তব্য করেননি, একইসঙ্গে বিসিবিও তামিমের ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। এরই মাঝে চাঞ্চল্যকর একটি মন্তব্য শোনা গেল দেশসেরা এই ওপেনারের কণ্ঠে। পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন, ‘জাতীয় দলে আর খেলছি না।’

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন আগে থেকেই। তেমনই একটি ভিডিও দিয়েছেন শুক্রবার রাতে। যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসে ছিলেন তামিম এবং শাহিন আফ্রিদিও। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম-আফ্রিদি ও নবিরা। তারই মাঝে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’

পাশে চেয়ারে বসেই ব্যাট নাড়ানাড়া করছিলেন তামিম। তিনি সাবেক পাক ক্রিকেটারের প্রশ্নের জবাবে বলেন,‘জাতীয় দলে আর খেলছি না।’ পরে একপর্যায়ে তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন— তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।