স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে আপত্তিকর সংবাদ প্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ অবশ্যই জানানো হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে যদি কোনো ভুল বা দুর্নীতি দেখেন তাহলে সেটি আপনারা (দেশের সাংবাদিকরা) বলেন, আমার কোনো দ্বিধা নেই উত্তর দিতে। কিন্তু কোনো মিথ্যা প্রতিবেদন প্রচার করবেন না। মিথ্যা সংবাদ প্রচার করলে বিষয়টি ভিন্নখাতে চলে যায়।
তিনি বলেন, ভারতীয় অনেক সাংবাদিক যে মিথ্যা সংবাদ প্রচার করে এটা সবাই জানে। যে কারণে ভারত যদি একটি সত্যি সংবাদ প্রচার করে, তারপরেও সবাই ধারণা করেন যে সেটিও মিথ্যা। ভারতের কিছু কিছু সাংবাদিকের কাজই মিথ্যা প্রতিবেদন করা। এর সবচেয়ে বড় প্রতিবাদ আপনারা (বাংলাদেশের সাংবাদিকরা) করতে পারেন। আপনারা আমাদের চেয়েও বড় শক্তি।
পুলিশের আস্থার বিষয়ে তিনি বলেন, কিছুটা উন্নতি হয়েছে। মুহূর্তের মধ্যে এ আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। এ জন্য সময়ের প্রয়োজন। ট্রমার মধ্য দিয়ে গেছে, সেখানে সময় দিতে হবে। এ জন্য অস্থির হলে চলবে না। আর এখন কেন এত অস্থিরতা, প্রশ্ন রেখে উদাহরণ তুলে ধরেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে মাদক বড় একটি সমস্যা। যারা মাদক বহন করে তাদের শুধু ধরছি, হোতারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমরা হোতাদের ধরার চেষ্টা করছি। এ বিষয়ে সব বাহিনী কাজ করছে।
শেখ হাসিনার পতনের পর হওয়া মামলার বিষয়ে তিনি বলেন, মামলায় অনেক নির্দোষকে আসামি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যদি এমন মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনসে পৌঁছালে সেখানে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে বিভাগীয় আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, ৭ম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।