গোপালগ‌ঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।

‌নিহতরা হ‌লেন- গোপালগঞ্জ শহরের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী (৫৩) একই এলাকার ছরো মোল্লার ছেলে জাকির মোল্লাা (৫২) ও চিত্ত বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাস (৫৫)।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাজিব পরিবহনের বাসটি ভাংচুর করে এবং দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস এসে দুর্ঘটনার জন্য দায়ী বাসটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসির উদ্দীন জানান,নির্বাচনী প্রচারণার জন্য মজনু, জাকির ও শিবু মোটরসাইকেলে যোগে বেদগ্রাম থেকে গোপালগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী মোটর সাইকেল বেদগ্রাম মহাসড়কে উঠলে রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মজনু ও জাকির নিহত হন এবং মোটরসাইকেল চালক শিবু বিশ্বাস মারাত্মক আহত হন। পরে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।