সিরাজগঞ্জে শহরে মুন্নি বেগম (২৫) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও ননদকে আটক করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ শহর সংলগ্ন চর মালশাপাড়া মহল্লার আসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে যৌতুকের দাবিতে প্রায়ই তার স্বামী জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করতো। এরই জের ধরে শনিবার (২০ জুন) সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী জাহিদ এবং ননদ রুনা খাতুনকে আটক করে ও গৃহবধূ মুন্নি বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।