গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর বিশ্বাসপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী ও মাদক কারবারি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আবু হানিফের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে থানায় ৯টি মামলা রয়েছে। নিহত আবু হানিফ (৪০) মাদারীপুরের কালকিনি থানার সাহেব রামপুর গ্রামের কাঞ্চন সিকদারের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামে শ্বশুর মজিবুর রহমানের বাসায় বসবাস করতেন। গাজীপুরের পুলিশ সুপার সামসুন্নাহার জানান, কালিয়াকৈরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আবু হানিফকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাবিবপুর বিশ্বাসপাড়া এলাকায় অস্ত্র উদ্ধার ও তার সহযোগীদের গ্রেফতার করতে যায়। সেখানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হানিফকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ, উদ্ধার করা হয়েছে। নিহত আবু হানিফের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অস্ত্র, মাদক, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে বলে তিনি জানান। গতকাল নিহত আবু হানিফের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সূত্র: বাংলাদেশ প্রতিদিন
গাজীপুরে বন্দুকযুদ্ধে একজন নিহত
MD. Nayem২০২০-০৬-১৯T১৩:১০:২৫+০৬:০০
আপনার মতামত লিখুন :
Array