চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আশার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ম্যান ইন ব্লুরা। তবে এই সিরিজটি এখন খেলতে আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
জানা গেছে, রাজনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এই সফরের বিষয়ে এখনও কোনো সবুজ সংকেত দেয়নি মোদি সরকার। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
বিবিসি বাংলা জানিয়েছে, সরকারি উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, সম্পূর্ণ ‘রাজনৈতিক’ বিবেচনায় বাংলাদেশ সফর থেকে সরে আসছে ভারত। যদিও বিসিসিআই এখনই সফর বাতিল না করে পুনঃনির্ধারণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরের জন্য বিসিবির আমন্ত্রণ থাকলেও ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক শীতলতা সফরটি অনিশ্চিত করে তুলেছে।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না। তাই সফরটি এখন অনুষ্ঠিত হলে তাতে রাজনৈতিক ঝুঁকি আছে বলে মনে করছে ভারত সরকার।
নির্ধারিত সূচি অনুসারে আগামী ১৭ আগস্ট ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা রয়েছে টাইগারদের। দুদিন বিরতির পর ২০ আগস্ট দ্বিতীয় ও ২৩ আগস্ট তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে এবং তৃতীয় ম্যাচটি হবে চট্টগ্রামে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ২৬ আগস্ট হবে চট্টগ্রামে। এরপর মিরপুরে আসার কথা রয়েছে ভারতের। যেখানে ২৯ আগস্ট দ্বিতীয় ও ৩১ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।