কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় করোনার প্রার্দুভাব ও বন্যায় ক্ষতিগ্রস্থ জনতা বহুমুখী সমবায় সমিতি’র পাঁচ শতাধিক সদস্যদের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ওই সমিতি’র অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, নেত্রকোনা জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.আনোয়ার হোসেন, ওই সমিতির সভাপতি শাহিন তালুকদার ও সিবিও ম্যানেজার মো. এনামূল হক তালুকদার প্রমূখ।