কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহের ১১৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিপিবি’র উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে কমরেড মণিসিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুব ইউনিয়নের সম্পাদক শরিয়ত উল্লাহ’র সঞ্চালনায় উপজেলা সিপিবি’র সভাপতি কমরেড সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি নেতা কমরেড মৃত্যুঞ্জয় তালুকদার, চায়না রায়, রঞ্জন সাহা ও সুভাষ হাজং প্রমূখ।