মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি করোনাভাইরাস জয় করে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। মন্ত্রী গতকাল দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সুস্থ হয়ে ঢাকার বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারুক হোসাইন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় সিএমএইচে ভর্তি হন। তার সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল সিএমএইচ কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলে তিনি মিন্টো রোডের বাসায় ফেরেন। তবে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর করোনাভাইরাস থেকে মুক্তির খবর তার নির্বাচনী এলাকা কালিয়াকৈর উপজেলায় ছড়িয়ে পড়লে এলাকার সর্বত্র স্বস্তি নেমে আসে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন