মুন্সিগঞ্জে মো. মুন্না ভূঁইয়া (২৭) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সে এক তরুণীকে একটি কফি হাউসে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করেছে ।
সোমবার (৬জুলাই) রাতে সদর উপজেলার সিপাহিপাড়া এলাকার বাড়ি থেকে ওই তরুণকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বন্ধুত্বের সম্পর্কের সুবাদে গত ২৩ জুন দুপুর আড়াইটার দিকে তরুণীকে সদর উপজেলার সিপাহিপাড়ার কফি হাউসে নিয়ে যায় মুন্না। সেখানে দুই বন্ধুর সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করা হয়। এ ঘটনায় মুন্নার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুজনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন তরুণী। সোমবার গভীর রাতে মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, সিপাহিপাড়ার একটি কফি হাউসে ওই তরুণীকে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করা হয়। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এ ঘটনায় তরুণী মামলা করলে মুন্নাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়।