বাংলাদেশ জামায়াতে ইসলামির গোসাইরহাট উপজেলা আমির মাস্টার বেলায়েত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকে ৪টায় হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়।

বেলায়েত হোসেন ছিলেন ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ এক সংগঠক, আদর্শবান শিক্ষক, সমাজসেবক ও প্রজন্মের প্রেরণার উৎস। দীর্ঘদিন ধরে তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও সমাজে ন্যায় ও সত্যের পতাকা উঁচিয়ে রাখার জন্য অবিরাম কাজ করে গেছেন। তাঁর সহজ-সরল জীবনযাপন, নরম-ভাষা, আন্তরিক আচরণ এবং দৃঢ় আদর্শ তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। আজ এই মানষটি শুধুই স্মৃতি।

বেলায়েত হোসেনের জানাজা অনুষ্ঠিত হয় বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টা৩০ মিনিটে হাটুরিয়া খলিলুর রহমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে। জানাজার নামাজে অংশ নেন কয়েক হাজার মুসল্লি, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনসাধারণ।

এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশেমী, শরীয়তপুর-৩ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম, জেলা নায়েবে আমীর কে. এম. মকবুল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সরদার শহীদুল ইসলাম শহীদ, ইদিলপুর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা ইসমাইল হোসেন, গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব খলিলুর রহমান সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন শিকারী, মাস্টার মাহতাব উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাখাওয়াত হোসেনসহ শরীয়তপুর, মাদারীপুর ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের শিক্ষক ও জনসাধারণ।

জানাজার পূর্বে বক্তারা বলেন, মাস্টার বেলায়েত হোসেন ছিলেন ইসলামী মূল্যবোধে গড়ে ওঠা এক আদর্শবান মানুষ। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলাম, সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। তাঁর মৃত্যু শুধু জামায়াত নয়, সমগ্র সমাজের জন্য এক গভীর ক্ষতি।