সদ্য প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ও আসিফ আকবরের মধ্যে সম্পর্ক বড় ভাই আর ছোট ভাইয়ের মতো। প্রায়ই তার কাছ থেকে পরামর্শ নিতেন; সেভাবে চলার চেষ্টাও করতেন আসিফ। কিংবদন্তী এন্ড্রু কিশোরকে উৎসর্গ করে এবার গান গাইলেন আসিফ। শিরোনাম ‘গাইবেনা আর গান’।
‘সকাল গেল দুপুর গেল, গেল বিকেল বেলা/ সন্ধ্যে হতেই ডুবে গেল, জীবন নামের ভেলা/ কত প্রাণের কত কথা, শোনাত যে সুরে/ বিধির লিখন মেনেই গেল, এই পৃথিবী ছেড়ে, ঘুমিয়ে গেছে গানের পাখি/ গাইবে না আর গান, বুকের মাঝে পুষে রেখে, জমা অভিমান। এমন কথার এ গানটি লিখেছেন ও সুর করেছেন তরুন মুন্সী। সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু।
গানটির প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ভাবিনি এন্ড্রু কিশোরদাকে উৎসর্গ করে কখনো গান গাইতে হবে গান। বিনম্র শ্রদ্ধা প্রিয় দাদা। যেখানেই থাকুন ভালো থাকবেন।
জানা গেছে, ‘গাইবেনা আর গান’ গানটি শিগগিরই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে ব্যানারে প্রকাশিত হবে।