আমার চাকরি হারানো সহকর্মী
ছবি: সংগৃহীত। ইতস্তত হচ্ছিলো খুব। কী করে জিজ্ঞেস করি, কেমন আছেন? সংবাদকর্মী থেকে সদ্যই বেকার হয়েছেন যে সহকর্মী তাকে কী করে জানতে চাওয়া যায়, কেমন আছেন?? তবে দায়িত্ব পড়েছে গণমাধ্যম শিল্পে করোনা সংকটের প্রভাব নিয়ে স্টোরি করার। কেইস স্টাডি স্টোরিকে সমৃদ্ধকে করে। এ গল্পের কেইস স্টাডি আমার বেকার সহকর্মী! করোনাকালের শুরুতেই চাকরি হারিয়েছেন সহকর্মী। এমন যেন দুর্ভাগ্য একটা সুযোগের ...বিস্তারিত
