
আজ ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার। ১৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ। ১৯৭৫ সালের এ দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) এম মুনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করা হয়।
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়- যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এটি। বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাকের নেতৃত্বে গঠিত সরকার জাতীয় চার নেতাকে দলে ভেড়াতে ব্যর্থ হয়। চার নেতা বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে অস্বীকৃতি জানান এবং মোশতাকের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করেন। মোশতাক তাদের প্রথমে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ৩ নভেম্বর তার প্ররোচণায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এই চার জাতীয় নেতাকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। এরপর থেকে জেলহত্যা দিবস হিসেবে দিনটিকে স্মরণ করে জাতি।

