- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

চিকিৎসকের পরামর্শে হাসপাতালেই থাকছেন অমিতাভ ও অভিষেক

বিনোদন ডেস্ক:  বৃহন্মুম্বই পুরনিগমের মেয়র কিশোরী পেডনেকর বলেছেন, অমিতাভের বয়স ৭৭, পূর্ব অসুস্থতাও রয়েছে। ফলে উদ্বেগ একটা রয়েছেই।

শনিবার (১১জুলাই) রাত থেকে অমিতাভ বচ্চন ও তার পুত্র অভিষেকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই অগণিত ভক্ত তো বটেই চলচ্চিত্র, ক্রীড়া, ব্যবসা ইত্যাদি নানা ক্ষেত্রের মানুষজন সোশ্যাল মিডিয়ায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন, মেগাস্টারের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা জানিয়েছেন। সেই আবেগে সামিল দক্ষিণের সুপারস্টার কমল হাসানও। এবিপি আনন্দ।

তিনিও ট্যুইট করে দ্রুত সেরে ওঠার প্রার্থনা করলেন অমিতাভ ও অভিষেক বচ্চনের জন্য। লিখলেন, আমার আশা, সিনিয়র, জুনিয়র উভয় বচ্চনই দ্রুত সেরে উঠবেন। উনি যে ডাক্তারদের চিকিৎসায় রয়েছেন তাদের প্রতি আমি আস্থাশীল। আমার মতোই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি আরো অনেক শিল্পী, কলাকুশলীই প্রার্থনা করছেন ভারতীয় ছবির আইকন বচ্চন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

এদিকে অভিষেক বচ্চন টুইটে জানিয়েছেন, আরাধ্য এবং ঐশ্বরিয়া করোনায় আক্রান্ত। তারা বাড়িতে সেল্ফ কোয়ারেন্টাইনে আছে। কিন্তু মায়ের করোনা নেগেটিভ এসেছে।

চিকিৎসকরা কিছু না বলা পর্যন্ত তিনি ও অমিতাভ হাসপাতালেই থাকছেন বলে জানিয়েছেন তিনি।