- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মিক যোগ নেই। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূলের সঙ্গে বাংলার মানুষের একশো শতাংশ আত্মিক যোগাযোগ রয়েছে। আজ (সোমবার) তিনি এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন। পার্সটুডে।

তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন আজ বলেন, ‘ ‘বিজেপি’র বাংলার সাথে কোনও আত্মিক সম্পর্ক নেই। আপনাদের প্রশ্ন জাগতে পারে যে, আত্মিক যোগাযোগ বলতে কী বোঝায়? কেনই বা আমরা বলছি যে, বিজেপির সাথে বাংলার আত্মিক যোগাযোগ নেই। একইভাবে আমরা বলছি যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একশো শতাংশ বাংলার মানুষের সাথে আত্মিক যোগাযোগ রয়েছে। আত্মার যোগাযোগ বলতে আমরা যেটা বুঝি, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার দর্শন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল- এগুলোর কোনটার সাথেই বর্তমান বিজেপির কারোরই আত্মিক যোগাযোগ নেই।’

তিনি আরও বলেন, বর্তমানে বিজেপির যে নেতা-নেত্রী রয়েছেন তাঁদের ৯৯ শতাংশের মধ্যে বাংলার আত্মিক যোগাযোগ, সম্পর্ক, নিবিড়তা, আন্তরিকতা ইত্যাদি কিছুই নেই। বাংলার শিল্প, সংস্কৃতি, সাহিত্য শুধুমাত্র বাংলায় নয়, এই বাংলাকে বিশ্ববাংলায় কীভাবে পৌঁছে দেওয়া যায় তার প্রক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘আমরা এজন্য গর্ববোধ করি যে, আমরা এমন একজন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি যিনি বাংলার মানুষের স্বপ্নের ফেরিওয়ালা। যিনি প্রতিনিয়ত বাংলার মানুষকে নতুন কী কী উপহার দেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

‘বাংলার ৩৪৪ টা ব্লকের মানুষ কী অবস্থায় আছেন, তাঁদের আর্থ-সামাজিক উত্তোরন কীভাবে হতে পারে তা নিয়ে মুখ্যমন্ত্রী ভাবেন। এবং আমাদেরকে ভাবান’ বলেও ইন্দ্রনীল সেন মন্তব্য করেন।#