ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এ অর্থের ব্যবস্থা করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বুধবার (২৫ মে) বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানায় নৌ পরিবহন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাদিসুরের এক ভাইকে শিপিং করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে তিনি কাজে যোগ দেবেন।

জাহাজের অন্য সব ক্রুকে সাত মাসের বেতন দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম‍্যান খালিদ মাহমুদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন, নৌপরিবহন সচিব মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান, বিএসসির ব‍্যবস্থাপনা পরিচালক কমডোর এসএম মনিরুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীনসহ অনেকে।