হাঁটু, কনুই বা গোড়ালির চামড়া অনেক সময় শরীরের অন্য অংশের তুলনায় বেশি কালচে হয়ে যায়। এতে যেমন সৌন্দর্য নষ্ট হয়, তেমনি অনেকের মধ্যে অস্বস্তিও তৈরি হয়। বাজারে নানা ধরনের ক্রিম ব্যবহার করেও সমাধান না মিললে ঘরোয়া কিছু উপায় হতে পারে কার্যকর। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যত্ন নিলে সহজেই এই দাগ হালকা করা সম্ভব।
অ্যাপল সিডার ভিনেগার: অ্যাপল সিডার ভিনেগারের অ্যাসিডিক উপাদান মৃত কোষ দূর করে কালচে দাগ হালকা করতে সাহায্য করে। সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে তুলোর সাহায্যে দাগের স্থানে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ধীরে ধীরে ফল মিলবে।
নারিকেল তেল: ত্বক আর্দ্র ও পুষ্ট রাখতে নারিকেল তেল অত্যন্ত কার্যকর। এর সঙ্গে স্ক্রাব উপাদান মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো ফল মেলে। ১ টেবিল চামচ নারিকেল তেলে ১ টেবিল চামচ আখরোট গুঁড়া মিশিয়ে স্ক্রাব তৈরি করে গোসলের আগে কালো দাগযুক্ত স্থানে হালকা ঘষে লাগান। গোসলের পরও সামান্য নারিকেল তেল মালিশ করুন। সপ্তাহে তিন দিন করলেই পরিবর্তন বোঝা যাবে।
ত্বক ঠাণ্ডা রাখা, দাগ হালকা করা ও কোমল রাখতে অ্যালোভেরা জেল বেশ কার্যকর। তবে গাছ থেকে সরাসরি জেল ব্যবহার না করে ভালো মানের অর্গানিক অ্যালোভেরা জেল ব্যবহার করাই নিরাপদ। দাগের জায়গায় হালকা করে মালিশ করুন এবং ২০ মিনিট রেখে গরম পানিতে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।