- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

১৯ মার্চেই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

১৯ মার্চেই অনুষ্ঠিত হবে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আর নতুন কোনো তারিখ নয় বরং আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সোমবার (১৫ মার্চ) সংবাদমাধ্যমকে জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্তই আছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় এই পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে ৪১তম বিসিএসের পরীক্ষার্থীদের একটি অংশ।

তাদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনঃনির্ধারণ করতে হবে।