- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

হাসিনাকে কতবার ফাঁসি দিতে বললেন জামায়াতের সহকারী সেক্রেটারি

পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত মানুষকে হত্যা করেছে, ততবার তাকে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) আয়োজিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই দাবি জানান।

রফিকুল ইসলাম খান বলেন, ঢাকায় নৌকা চলে না, এখানে লগি বৈঠা নিয়ে আসার উদ্দেশ্যই হলো মানুষ খুন করা। তিনি আরও বলেন, সেদিন (২৮ অক্টোবর) পল্টনে জামায়াতের শীর্ষ নেতৃত্বকে হত্যা করাই আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল। জামায়াত-শিবিরের মানব প্রাচীরের কারণে পারেনি।

জামায়াতের এই নেতা বলেন, শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলে হবে না। যত মানুষ হত্যা করেছে, ততবার ফাঁসি দিতে হবে।

রফিকুল ইসলাম খান বলেন, পল্টনের সেই হত্যাকাণ্ড নিয়ে মামলা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই মামলা প্রত্যাহার করেছিল। সরকারের কাছে আহ্বান, এই মামলা আবারো পুনরুজ্জীবিত করতে হবে।