- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

হাসপাতালে হেলিকপ্টারের ধাক্কায় নিহত ৪

তুরস্কে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ সিম্বের) দেশটির মুগলা অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মুগলা অঞ্চলের একটি হাসপাতালের ভবনে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়েছে অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি। এতে চারজন নিহত হয়েছেন।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবনের পাশে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যদের দেখা যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে উড্ডয়ন করেছিল। এতে দু’জন পাইলট, একজন চিকিৎসক এবং আরেকজন চিকিৎসা কর্মী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই মারা গেছেন।

মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের বলেছেন, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করে। পরে সেটি মাটিতে আছড়ে পড়ে। তবে এই ঘটনায় ভবনের ভেতরে কিংবা হাসপাতাল চত্বরে থাকা কেউই হতাহত হননি।

ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ইদ্রিস আকবিয়িক। সূত্র: রয়টার্সের।