- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

হামলাকারীদের সঙ্গে কোনো আপস নয়: কাদের

বিশ্বের মুসলিম দেশগুলোতে ভাস্কর্য থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলার ধৃষ্টতা যারা দেখিয়েছে তাদের সঙ্গে কোনও আপস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি দেখছেন। দেশে কোনও অশান্তি-বিশৃঙ্খলা না হোক, সেদিকে খেয়াল রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, বুঝেশুনে আমাদের আগাতে হবে। আমাদের দেশে ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি দেখছেন। আমরা অহেতুক দেশে অশান্তি করার মতো পরিস্থিতির উসকানি দিতে চাই না।