- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

হাইকোর্ট ওয়াসার এমডিকে সতর্ক করলেন

হাইকোর্টের রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডিকে সতর্ক করেছেন হাইকোর্ট। বুড়িগঙ্গা নদীর পানি দূষণ বন্ধ করতে হাইকোর্ট থেকে রায় দেয়া হয়েছিলো।

পাশাপাশি এক মাসের মধ্যে আদালতে প্রকৃত বাস্তবায়ন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ২০১১ সালে হাইকোর্ট রায় দিয়ে ওয়াসার এমডি তাকসিম এম খানকে ছয় মাসের মধ্যে বুড়িগঙ্গা নদীতে কারখানা বর্জ্য নিঃসরন লাইন বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু রায়ের পর ৯ বছর পার হয়ে গেলেও নানা তালবাহানা করে আজও রায় বাস্তবায়ন করেনি ওয়াসার এমডি। যার ফলে বন্ধ হয়নি বুড়িগঙ্গার দূষণ।

তাই আদালত আবারও সর্তক করে রায় বাস্তবায়নে ১ মাসের সময় বেধেঁ দিলেন ওয়াসার এমডিকে।