- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয়: মহাপরিচালক

স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার (২৫জুলাই) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

পরে সাংবাদিকদের বলেন, দুর্নীতির জন্য সবাই দায়ী। এখানে ব্যক্তি সততাই মুখ্য বিষয়। তিনি আশা প্রকাশ করেন, স্বাস্থ্য খাতে অবস্থার উন্নতি হবে।

নতুন মহাপরিচালক আগামীকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান। তিনি বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।