- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

স্বামীর বয়স কম হওয়ায় বিচ্ছেদ চান অভিনেত্রী

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। নব্বই দশকে বি-টাউনে রাজত্ব করা এই অভিনেত্রীকে সবাই চিনেন বলিউডের লাস্যময়ী তারকা হিসেবে। রূপালী পর্দা এক সময় তার হাসিতে দুলে উঠত। আগুনের মতো শরীরের ভাজে ভাজে যৌবন জ্বলত তার। নাচের ফ্লোরে তুলতেন আবেদনের ঘূর্ণিঝড়। বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার খবর নতুন কিছু নয়।

যদিও রূপালী জগত থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে সংসারী হয়েছেন ঊর্মিলা। এবার সেই সংসারে উঠেছে ঝড়। বয়সে দশ বছরের ছোট স্বামীর ঘর করতে চান না তিনি। বিচ্ছেদ চেয়ে আদালতে করেছেন মামলা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ঠিক কী কারণে বিচ্ছেদ হতে চলেছে, তা এখনও স্পষ্ট না। তবে এ-ও জানা গেছে, এই বিচ্ছেদ হয়তো আপোষে সম্ভব হবে না। ফলে আইনি লড়াইয়ে জড়াতে চলেছেন ঊর্মিলা।

২০১৬ সালে হাঁটুর বয়সী মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। একে ভিন্নধর্মে বিবাহ, তার ওপর স্বামীর চেয়ে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। ফলে তখন থেকেই কিছুটা চাপ ছিল। তাই খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী।

মহসিনের ইচ্ছা ছিল বলিউডে কাজ করার। নামও লিখিয়েছিলেন। তবে সফল হননি। তাই ব্যবসাকেই পেশা হিসেবে নেন। অন্যদিকে ঊর্মিলা নাম লিখিয়েছিলেন রাজনীতিতে। ২০১৯ সালে ভারতীয় কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মুম্বাই থেকে। কিন্তু ভাগ্য সহায় হয়নি।

এবার নতুন করে আলোচনায় এলেন বিচ্ছেদের খবর নিয়ে। তবে বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। আট বছরের ঘর ভাঙা নিয়ে মুখ খোলেননি ঊর্মিলা ও মহসিন দুজনের কেউই।