- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

স্কুলছাত্রী পালিয়ে বিয়ে করতে গিয়ে গণধর্ষণের শিকার

প্রেমিককে হাত-পা বেঁধে রেখে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। অভিযোগ পেয়ে পুলিশ পাঁচ অভিযুক্ত এবং প্রেমিক শিমুল মিয়াকে আটক করেছে।

রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার মহিমাগঞ্জের ওই কিশোরী তার প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে রাখাল বুরুজ ইউনিয়নের কাজীপাড়া নাওভাংগা গ্রামের এনামুল হক, রেজাউল ইসলাম, ধলু মিয়া, সুমন মিয়া ও সাদ্দাম ওরফে সুজন কাজী তাদের রাস্তা আটকে দেয়। তারা মেয়েটিকে পাশের ধলুমিয়ার বাড়িতে নিয়ে শিমুল মিয়াকে বেঁধে রেখে ধর্ষণ করে। ধর্ষকদের হাত থেকে ছাড়া পেলে রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানায় যায় দু’জন। ধর্ষণের শিকার মেয়েটি ও তার প্রেমিক পুলিশের কাছে ঘটনা খুলে বললে পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজন এবং শিমুল মিয়াকে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।