- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সৌদি হামলা ও অবরোধের অবসান ঘটলেই কেবল আলোচনা সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, আলোচনা চাইলে সৌদি আরবকে আগে হামলা বন্ধ করতে হবে এবং অবরোধ তুলে নিতে হবে। পার্সটুডে।

তিনি আরও বলেছেন, সৌদি আরবের হামলা বন্ধ হলে এবং অবরোধের অবসান ঘটলেই কেবল শত্রুর ভূখণ্ডের গভীরে পাল্টা হামলা বন্ধ হবে।

মোহাম্মাদ আল বাখিতি বলেন, ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো অন্যায্য এবং এখন যুদ্ধ বন্ধ হলে তাতে আগ্রাসী দেশগুলোই লাভবান হবে। ইয়েমেন এখন আগ্রাসী দেশগুলোর মোকাবেলায় একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় উত্তীর্ণ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আমেরিকা হচ্ছে আরব ও ইসলামি উম্মাহর শত্রু। এর আগে তারা আলোচনা ও যুদ্ধবিরতির যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো কোনো ফল বয়ে আনতে পারেনি। এ কারণে ইয়েমেন এখন বাস্তবে এর প্রভাব দেখতে চায়।

২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা। ইয়েমেনিরা এই আগ্রাসনের জন্য আমেরিকাকেও দায়ী বলে মনে করে।