- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সৌদি রাজা সালমান হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক:  সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা (এসপিএ) সোমবার (২০জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে। পার্সটুডে।

রাজপরিবারের বরাত দিয়ে এসপিএ জানিয়েছে, মেডিক্যাল চেক-আপের জন্য ৮৪ বছর বয়সী রাজা সালমানকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিত্তাশয়ে (গলব্লাডার) প্রদাহ দেখা দেওয়ার কারণে চেক-আপের প্রয়োজন দেখা দিয়েছে বলে সূত্রটি জানিয়েছে। তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা।

সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের সপ্তম রাজা। তিনি রাজা আব্দুল আজিজের ২৫তম পুত্র। ২০১৫ সাল থেকে তিনি দেশ শাসন করছেন। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে রাজা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মুহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন। কয়েক বছর ধরেই রাজার চেয়ে যুবরাজকেই নানা ক্ষেত্রে বেশি তৎপর দেখা যাচ্ছে। যুবরাজ এরিমধ্যেই নানা কারণে বিতর্কিত হয়েছেন।