- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সৌদি আরবের ওপরে আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের অভ্যন্তরে আবার ড্রোন হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক অবস্থানে ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি। পার্সটুডে।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওই ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন। তুর্কি আল-মালকির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের সেনারা ড্রোন হামলা চালিয়েছে।

গত সপ্তাহে ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের গভীরে তিনটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল তবে সৌদি আরব দাবি করেছে ইয়েমেনের সবগুলো ড্রোনই তারা ভূপাতিত করেছে।

ইয়েমেনের নিরপরাধ বেসামরিক জনগণের ওপর সৌদি আরব ও তার মিত্ররা বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি গেরিলা ও তাদের সমর্থক সেনারা সৌদি আরবের গভীর অভ্যন্তরে পাল্টা হামলা শুরু করেছে।