- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সোমবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে

বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে সারা দেশের বিভিন্ন অঞ্চলে। এর কারণে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় সূর্যের দেখা মিলছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার (১৮ জানুয়ারি) থেকে এই অবস্থার উন্নতি হলেও শীত থাকবে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘কাল সোমবার থেকে মূলত তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে যেহেতু কুয়াশা আছে, সূর্যের দেখা মিলছে না, এ জন্য শীতের অনুভূতি থাকবে। আর মঙ্গলবার অথবা বুধবার থেকে শৈত্যপ্রবাহ কাটতে শুরু করবে। জানুয়ারি মাসের পুরোটাই শীতকাল। এ মাসে শৈত্যপ্রবাহ থাকুক আর নাই থাকুক শীত থাকবে।’

উল্লেখ্য, গেলো মঙ্গলবার থেকে দেশে শৈত্যপ্রবাহ শুরু হয়।