- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সোনা ও রুপার দাম বাড়লেও চাহিদা বাড়েনি

আন্তর্জাতিক বাজারে করোনা মহামারিতে অর্থনীতিতে স্থবিরতার মধ্যেও বেড়েই চলেছে সোনার দাম। অস্থিরতাও বেড়েছে দাম বাড়ার সঙ্গে। তবে এবার সোনার চেয়ে তুলানা মূলক রুপার দাম বেড়েছে আরো বেশি। সোনা ও রুপার দাম বাড়লেও চাহিদা বাড়েনি।

সপ্তাহের ব্যবধানে সোনার দাম ৩ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে রুপার দাম বেড়েছে ১৬ দশমিক ১৪ শতাংশ। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের হারেও রুপা এগিয়ে। শুক্রবার সোনার দাম কমেছে ১ দশমিক ৬৫ শতাংশ। আর রুপার দাম কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ।

এর আগে ২৭ জুলাই ৯ বছরের রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়ায় ১ হাজার ৯৪৪ ডলার। গত ২২ দিনেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২৪০ ডলারের বেশি। তবে শুক্রবার ৩৪ দশমিক ১০ ডলার কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৩৪ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে প্রতি আউন্স রুপার দাম ২৮ দশমিক ২৬ ডলার। যা ২০১৩ সালের মার্চের পর এই প্রথম প্রতি আউন্স রুপার দাম ২৮ ডলার ছাড়ালো। সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে চলতি বছর প্রতি আউন্স রূপার দাম বেড়েছে ১০ দশমিক ২৫ ডলার বা ৫৬ দশমিক ৮৮ শতাংশ।

বিশ্ব বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় গত বুধবার বাংলাদেশের বাজারেও সোনার দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ৭৭ হাজার ২১৫ টাকা, ২১ ক্যারেট ৭৪ হাজার ৭০ টাকা, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৩২০ টাকা এবং সনাতনী সোনা ৫৫ হাজার টাকা। সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে, ভরি ৯৩৩ টাকা।