দেশে ভােক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কত দামে বিক্রি হবে তা নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। প্রতি মাসের প্রথম দিকে মূল্য সমন্বয়ের ঘােষণা করা হয়। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল রােববার বিকেল ৪টায় সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির নতুন দাম ঘােষণা করার কথা ছিল। কিন্তু তা হঠাৎ স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করে এটি স্থগিত করার ঘােষণা দিয়েছে বিইআরসি। বিইআরসি সচিব ব্যারিস্টার খলিলুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানাে হয়, সৌদি আরামকো ঘােষিত সেপ্টেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে কমিশন আদেশ ঘােষণার জন্য অনুষ্ঠেয় ভার্চুয়াল প্রেস ব্রিফিং অনিবার্য। কারণবশত স্থগিত করা হয়েছে। বর্ণিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানাে হবে। এলপিজি তৈরির মূল উপাদান প্রােপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। এর আগে আন্তর্জাতিক বাজারে দাম কমায় গত আগস্টে এলপিজির দাম কেজিতে প্রায় তিন টাকা কমানাে হয়েছিল। ওই দামেই এখন পর্যন্ত চলমান আছে, সেই হিসেবে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৫৫৯ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম এক হাজার ২১৯ টাকা, সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম এক হাজার ২৭১ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৫২৪ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৬২৬ টাকা নির্ধারণ করা আছে। এ ছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৮২৯ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম দুই হাজার ৩৩ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম দুই হাজার ২৩৬ টাকা, ২৫ কেজির। সিলিন্ডারের দাম দুই হাজার ৫৩৯ টাকা, ৩০ কেজির সিলিন্ডারের দাম তিন হাজার ৪৯ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম তিন হাজার ৩৫৪ টাকা, ৩৫ কেজির সিলিন্ডারের দাম তিন হাজার ৫৫৫ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের। দাম চার হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা আছে। আগস্টে কমলেও জুলাই মাসে এলপিজির দাম বেড়েছিল কেজিতে এক টাকা। আরও আগে গত ৫ মে এলপিজির দাম কমিয়েছিল বিইআরসি। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মুসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ছিল এক হাজার ৩৩৫ টাকা। তবে খোজ নিয়ে জানা গেছে, এলপিজি দাম সমন্বয় করা হলেও সরকারের বেঁধে দেয়া দাম মানে না ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে দেড় থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হয় প্রতিটি এলপিজি সিলিন্ডার। ফলে এলপিজি ব্যবহারে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ভােক্তাকে আর মুনাফা লুটছে কোম্পানি, ডিলার আর খুচরা ব্যবসায়ীরা।