- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সিরিয়ায় রুশ সেনাদের সঙ্গে মারামারিতে কয়েকজন মার্কিন সেনা আহত

সিরিয়ায় রুশ সেনাদের সঙ্গে মারামারিতে আমেরিকার কয়েকজন সেনা আহত হয়েছে। তবে এসময় দু’পক্ষের মধ্যে কোন গুলি বিনিময় হয়নি। পার্সটুডে।

দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাদের মধ্যে একজন কর্মকর্তা জানান, যেসব সেনা আহত হয়েছে তারা কেউ গুলিবিনিময়ের ঘটনায় আহত হয় নি বরং মারামারিতে আহত হয়েছে। অন্য এক কর্মকর্তা জানান, সিরিয়ার উত্তরাঞ্চলে গত সপ্তাহে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি দাবি করেন, মারামারিতে কয়েকজন সেনা সামান্য আহত হয়।

রাশিয়া এবং আমেরিকার সেনাদের এই সংঘর্ষের ভিডিও বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়- রাশিয়ার সেনারা তাদের একটি গাড়ি দিয়ে মার্কিন সেনাদের আরেকটি গাড়ি চুরমার করে দিচ্ছে এবং রাশিয়ার হেলিকপ্টার খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছে।

এই ঘটনা সম্পর্কে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।