- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলা, ছাত্রলীগ নেতার মৃত্যু

সন্ত্রাসী হামলার শিকার জেলা ছাত্রলীগের সহসম্পাদক ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান তিনি।

নিহত বিজয় জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও জামতৈল সরকারি হাজি কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় বিজয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ।

এর আগে ২৬ জুন (শুক্রবার) বিকেলে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম স্মরণে জেলা ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে শহরের বাজার স্টেশন এলাকায় এনামুলকে কুপিয়ে জখম করা হয়। এনামুলকে গুরুতর আহত অবস্থায় ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি আইসিইউতে কোমায় ছিলেন। রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হামলার ঘটনার দুইদিন পর মামলার দুই আসামি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও শিহাব আহমেদ জিহাদকে দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ঘটনার আহত ছাত্রলীগ নেতার বড় ভাই রুবেল বাদী হয়ে জেলা ছাত্রলীগের দুজন সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদ ও আল-আমিন (২০) এবং ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, জাহিদুল ইসলাম, সাগরসহ দলের পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর ৩০ জুন ভোরে সদর উপজেলার বহুলী থেকে দুইজনকে এবং এর আগে চক শিয়ালকোল থেকে অপর দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার আল-আমিন (২০), একই মহল্লার বাসিন্দা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয় (২৩) ও জাহিদুল ইসলাম (২১) এবং দিয়ারধানগড়ার সাগর (২০)।

মামলার তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এসআই আনিছুর রহমান জানান, মোবাইল ট্র্যাকিং করে মঙ্গলবার ভোরে সদর উপজেলার বহুলী এলাকা থেকে আল আমিন ও সাগরকে এবং মধ্যরাতে চকশিয়ালকোল এলাকা থেকে বিজয় ও জাহিদুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হাতাহাতি হওয়ার কথা স্বীকার করলেও আহত এনামুলের মাথায় কে কুপিয়েছে তা স্বীকার করেননি। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ মামলার পলাতক প্রধান আসামি শিহাবকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই।