- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দেড় কোটি টাকা অনুদান দেবে মেটা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত কমিউনিটির পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ব্র্যাককে দেড় কোটি টাকারও বেশি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেটা।

বুধবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অনুদানের পাশাপাশি গ্লোবালগিভিংয়ের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমেও সাহায্য করবে প্রতিষ্ঠানটি।

মেটার সংকট ও দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে সরাসরি এই অনুদান প্রদান করা হচ্ছে। মেটা বাংলাদেশভিত্তিক উল্লিখিত তিনটি অলাভজনক সংস্থার ত্রাণ ও দুর্যোগ প্রস্তুতিমূলক উদ্যোগেও সাহায্য করবে।

এ বিষয়ে মেটার মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেটসের ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, আমরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিধ্বংসী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করা বাংলাদেশিদের পাশে আছি। আমরা আশা করছি, আমাদের পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য কঠোর পরিশ্রম করা স্থানীয় সংগঠনগুলোকে সাহায্য করবে। এই মুহূর্তে আমাদের একত্র হয়ে তাদের পুনর্বাসনে সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পার্টনারদের সঙ্গে মিলে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যা প্রতিরোধে আগে থেকে প্রস্তুত থাকা যায়।

প্রাকৃতিক দুর্যোগের সময় এবং পরে সংযুক্ত থাকার জন্য মানুষ প্রায়ই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে। তাই বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত হানার পর মেটা ফেসবুকে একটি ক্রাইসিস রেসপন্স পেজ তৈরি করেছে। এর কমিউনিটি হেল্প ফিচার ব্যবহার করে যে কেউ সাহায্যের অনুরোধ করতে পারেন অথবা খাদ্য, আশ্রয় এবং জরুরি স্থানান্তরের মতো সহায়তার প্রস্তাব দিতে পারেন। প্ল্যাটফর্মটিতে সেফটি চেকও চালু করা আছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পরিবার ও বন্ধুদের নিজের নিরাপত্তা বিষয়ে জানাতে পারবেন।