- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সালমা-জাহানারাদের আইপিএল শুরু

ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। এবারই প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। তিন দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন অলরাউন্ডার জাহানারা আলম এবং সালমা খাতুন। গত আসরের মতো এবারও জাহানারা আলম মাঠে নামবেন ভেলোসিটির হয়ে। এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছেন সালমা খাতুন। তিনি খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে।

বুধবার (৪ নভেম্বর) প্রথম ম্যাচে গেলো দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস মুখোমুখি হবে জাহানারা আলমের ভেলোসিটির। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এদিকে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) লড়াইয়ে নামবে সালমার ট্রেইলব্লেজার্স এবং জাহানারার ভেলোসিটি।

৯ নভেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের। পুরো আসরে ফাইনালসহ অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।